পালিত হল গণতন্ত্র উৎসব,
জাতীয় সংগীত গাইলো চারিদিকে,
স্কুল-কলেজ অফিস কাছারি যত,
পতাকা উত্তলন হলোও দিকেদিকে।
প্রায় শতাব্দী স্বাধীন হয়েছে দেশ,
উন্নতি আজ শিখর যেন ছুঁবে,
আজো কৃষক আকাশ পানে চেয়ে,
বেকার হতাশ চাকরি কবে পাবে।
গরীবেরা আজো গরীব রয়ে গেছে,
মুষ্টিমেয় আজ লুটছে সারা দেশ,
ধর্ষিতা আজ পায় না বিচার কেন,
জামিনে মুক্ত ঝুলছে দোষীর কেস।
সরকারী শিক্ষা স্বাস্থ্যে বেহাল দশা,
বেসরকারিতে চলছে লুটত রাজ,
মন্দির মসজিদের লড়াই তুঙ্গে,
রাম রহিমে পরবে কেবা তাজ!
কাঁটাতারেও বারুদ জমা বুকে,
সৈন্য রোজই শহীদ হয়ে চলে,
সীমানাতেও জরিপ এলোমেলো,
প্রতিবেশী দেশ চোখ রাঙিয়ে বলে।
স্বাধীন দেশের প্রত্যেক জনগণ,
বুঝবে যেদিন মৌলিক অধিকার,
প্রজার দ্বারাই প্রজা পালিত হবে,
শোষনতন্ত্র ভেঙ্গে হবে ছারখার।