উড়িয়ে দিল খাপরা টালি উড়িয়ে দিল চালের খড়,
তাও আবার সোহাগ ভরে নাম রেখেছো গুলাব ঝড়।
ভাসিয়ে দিল শহরতলি ভাসিয়ে দিল গাঁয়ের পথ,
স্মৃতির পটে অক্ষুণ্ণ আজও ইয়াস আম্ফানের ক্ষত।
উপকূলের মানুষগুলি জীবন যেন পাখির বাসা,
ভাঙ্গা গড়ার সংসারেতে উহ্য যেন ভালবাসা।
স্বপ্ন দেখে শস্য বুনে ভেসে যায় বানের জলে,
আকাঙ্ক্ষারা তলিয়ে যায় ভরা কোটালে পাঁকের তলে।
গবাদি পশু হাঁস মুরগী এক পলকে বিচ্ছিন্ন হয়,
ত্রাণ শিবিরে দাঁড়িয়ে দেখি ভিটে মাটির অবক্ষয়।
দমকা হাওয়া অঝোর ধারা রুগ্ন গায়ে কাঁপন ধরে,
কোলের শিশু মূর্ছিত প্রায় পথ্যহীন অবাধ্য জ্বরে।
আহার তো নয় দানের রুটি লড়াই করে ছিনতে হবে,
ত্রাণ সামগ্রী ভাগের মা আজ চাটুকারিতাই পাবে তবে।
ভাঙ্গা গড়ার জীবন নিয়ে আসছে ঝড়ের পরে ঝড়,
সুখী হতাম ছড়াতো যদি কোন একদিন গুলাব জল।