শরৎ ঋতুর বিদায় লগনে
হেমন্ত এলো ধরায়,
হালকা শীতের অনুভবে
উদাস মনটা হারায়।
কাশের বনে ঢেউ খেলে যায়
শিউলি ফুটে সাঁঝে,
হৃদয় মাঝে তানপুরাটা
বেহাগ রাগে বাজে।
জুঁই চামেলি ডালিয়া গাঁদা
দোপাটি সন্ধ্যামনি,
আজ বিকালে নানান ফুলে
রাঙায় বাগান খানি।
ঝিল দরিয়া পনগ জুড়ে
শাপলা শালুক মেলা,
চাষির খেতে ঝিঙা ফুল আজ
ফুটছে সাঁঝের বেলা।
মাঠে ঘাটে আজ সোনালী ধান
কৃষক আত্মহারা,
খামার গোলা ভরতে সে ধান
ব্যস্ত আজি তারা।
লোহিত রঙা গোধুলী বিকাল
তপন নামে পাটে,
রাজ হংসের জল কেলী
আজকে পুকুর ঘাটে।
আলতো হাওয়া শীতল ছোঁয়া
জাগায় শিহরণ,
শীতের আগমনের আগে
হেমন্ত বরণ।