আমরা মায়ের দামাল ছেলে
ভয় করি না মরতে,
ভয় করি না শত্রু পক্ষ
ভয় করি না লড়তে।
বীরের মতো লড়াই করি
সম্মুখ সমরে,
রক্ত ধারা বইয়ে দিবো
বারুদ জমা অন্তরে।
কিন্তু কেন আমরা হবো
রাজনীতির বলি,
দেশের মাঝে ভায়ের হাতে
শহীদ হয়ে চলি।
আর কত প্রাণ শহীদ হলে
বলবে এবার মারো,
শত্রু পক্ষের ইঁটের জবাব
পাথরে আঘাত করো।
পক্ষে বিপক্ষে চারদিকে এবার
নিন্দার ঝড় উঠবে,
শত্রু পক্ষকে বিনাশ করার
ব্যর্থ প্রলাপ বকবে।
সমবেদনা জানাতে এসে
সহানুভুতি কুড়োবে,
ভাবছো এবারও রাজনীতিতে
বৈতরণী পার হবে।
কোন সে ব্যথার সমবেদনায়
করবে তাদের শান্ত,
ক্ষোভ ও ঘৃণায় ফুঁসছে দেশ
চৌদিক আজ অশান্ত।
বিয়াল্লিশটা তাজা প্রাণের
জবাব তোমায় দিতে হবে,
একশ তিরিশ কোটি জনগণ
তবে এবার শান্ত হবে।