আর কত মরবে মনীষা,প্রিয়ঙ্কা,
আসিফা, মোনিকা, নির্ভয়া?
সভ্য দেশের সভ্য নাগরিক
এবার কর হে দয়া।
ট্রামে, বাসে আর বাজরার ক্ষেতে
আর কত কামুদিনী?
নিরবে যারা অশ্রু ঝরায়
আর কত তাদের গুনি।
বারে বারে নারী ভোগ্য পণ্য
দোষীরা পায় ছাড়া!
নিভৃতে কাঁদে বিচারের বাণী
অসহায় লাঞ্ছিতেরা।
যে দেশে নারী দুর্গতি নাশিনী,
লক্ষ্মী, সরস্বতী,
সে দেশেই নারী ধর্ষিতা হয়ে
অসহনীয় দুর্গতি!
যে দেশে রাম পুরুষোত্তম,
পূজিত মন্দিরে,
সে দেশে রামু, লবকুশ, রবি
নরীর যোনি চিরে!
যে দেশের নারী পুরুষের
সম সম অধিকার,
সে দেশে শিশু, অবাল বৃদ্ধা
ধর্ষিত বার বার!
জেগে ওঠো নারী জননী মাতা
অসুর নাশিনী রুপে,
তবেই লভিবে দেবীর আসন
পুষ্প চন্দন ধূপে।