আজ সারা গ্রামের নেমন্তন্ন,
গ্রামের মানুষ অঞ্চলের প্রধান,
গৃহ প্রবেশের অনুষ্ঠান
জাঁক জমক পূর্ণ...
আমিষ সহকারে ভোজের আয়োজন।
সামনে যে নির্বাচন......


গত নির্বাচনে প্রতিশ্রূতির বন্যা বয়েছিল,
"ভোটে জিতলে প্রতি পাড়ায় কুঁয়ো
আর প্রতিটি বাড়ি পাকা হবে।"


প্রতি গ্রীষ্মে জলের হাহাকার
আর প্রতি বর্ষায় বাড়ির ধস্‌
গ্রামীন ইতিহাসের পাতায় লেখা।


প্রধানের দ্বিতল চাকচিক্য বাড়িটা
ঘুরে ফিরে দেখল সবাই!
স্নানাগারে জলের ফোয়ারা,বাথটব
শৌচাগারে সিটিং পেন,
অটোওয়াস নল,
কুঁয়োহীন জলের ঢালাও ব্যবস্থা!


সবার অন্তর প্রত্যাশার বর্ষায় ভিজলেও
উপর মহলের ত্রুটি গত কারণে হয়নি।
এইবারে হবেই।


মহানন্দে ভোজ খেয়ে আশীর্বাদ করে গেল।


(বি.দ্র.-আগামী কাল "কাল বৈশাখী ঝড়" উঠবে।তার পর আবার জল সংকট দেখা দিতে পারে)