কান কেঁদে কই পারছি না রে
পারছি না যে আর,
মানুষের এই নির্মমতা
কঠিন অত্যাচার।
ভার তো ছিল শুনার শুধু
দুল ঝুমকা ঝুলল,
উপর থেকে নিচ অবধি
কত যে কুণ্ডল।
তবুও ছিলাম রয়ে সয়ে
পৈতা দিলো গুঁজে
তার উপরে চশমার ভার
সইলাম মুখ বুঝে।
গুঁজছে দেখি ব্লুটুথ আর,
হেডফোনের ঐ ঠুলি
মুখোসের গাঁঠ দুই কানেতে
কেমন করে খুলি।
যাও করোনা তুমি অন্তত
কমাও কিছু ভার,
হে নরনারী এবার আমার
কর হে উদ্ধার।