শিশুকে রেখে আয়ার কাছে
                    মা অফিসেতে যায়,
পাছে কিছু রয়ে যায় বাকি
                    শুধু তার ব্যস্ততায়।
আয়া শুধায় মেম সাহেব
              "কিছু থাকল কি বাকি"?,
"সেই তো আমার থেকে গেল
             যাকে তোর কাছে রাখি"।


বিষন্ন বিকল ম্লান আলো
                 আজ গোধূলি বেলায়,
পরিনয় আজ প্রেমিকার
                    শুধু চেয়ে রব হায়।
হাসি আনন্দ আমার সব
              আজি তারি সাথে যাবে,
তার সকল বেদনা বিষাদ
                 শুধু হয় তো বা রবে।


যত অফিস কাগজ পত্র
                   সকল বুঝিয়ে দিবে,
ভারাক্রান্ত মনের বেদনা
                  কারণীক বুঝে নিবে।
দীর্ঘ দিনের কর্ম জীবন
                    অবসান আজ হবে,
সব কিছু নিয়ে গেলেও যে
                কিছুও তো রয়ে যাবে।


শশ্মান ঘাটে চিতার পরে
                    পিতার নিথর দেহ,
"এর পর মুখে অগ্নি দাও"
                 জানিয়ে দিলেন কেহ।
শেষকৃত্য সম্পন্ন হলেও
              ফিরে ফিরে দেখে চেয়ে
ছাইভস্ম জলে ভাসলেও
                 রয়ে যবে স্মৃতি হয়ে।


খালি হাতে হয় আগমন
               খালি হাতে যাব ফিরে,
যত যাতনা যত ঝমেলা
                  এ সংসার কে ঘিরে।
তবু কেন যে অষ্টপ্রহর
                   আমার আমার করি,
যবে সব ফেলে যাব চলে
                  রাখবে না কেউ ধরি।


রচনা               ( এই কবিতা টি এক জন
২১/০১/২০১৮       অনামী কবির কবিতা
নিজ গৃহ কুটির       থেকে অনুপ্রেরনা পেয়ে
                         রচিত)