মানবতা শব্দটি আজকাল লুপ্তপ্রায় জীবের মতো মনে হয়,
তেমন আর সচরাচর দেখতে পাওয়া যায় না।
কেউ কেউ সুহৃদয় ব্যক্তি আছেন যাদের হৃদয় বাগানে ঘুরাঘুরি করতে দেখা যায়।
সবাই এখন নিজের স্বার্থে লড়াই করে।
এমনকি কথাও বলে নিজের স্বার্থের জন্য।
উপদেশ পাওয়াও এখন অনেকটা দুঃপ্রাপ্য হয়েছে।
উকিল আর ডাক্তার তো বিনা মূল্যে উপদেশও দেয় না।
আমরা এগিয়ে যাচ্ছি ভয়ংকর এক পরিস্থিতির দিকে।
সেদিক দিয়ে ফেরা কিন্তু সহজ হবে না।
আসুন না সবাই মিলে গাইবো সৌহার্দ্যের গান,
"হে প্রভু আমায় সুমতি দাও যেন করিতে পারি মানুষের কল্যাণ।"