মনের কথা বলবো কত
মন পাওয়া যে দায়,
মনের ভিতর অসংখ্য মন
লুকিয়ে সেথাই রয়।
জীবনের সব দুঃখ জ্বালা
মনের কারণ হয়,
অবাঞ্ছিত দুঃশ্চিন্তায়
মনেরই অপচয়।
অসম্ভবের কল্পনাতেই
মনেরই হয় ক্ষয়,
মন ছাড়া যে মনের কথা
বলবো কারে সই।
বিজ্ঞজনে বলেন জীবে
একটি মন রয়,
আমি দুটির অস্তিত্ব পাই
সেটাই বড় ভয়।
মানুষের মনে দুটি মন
আকাঙ্খিত নয়,
তৃতীয় মনের বাড় বাড়ন্তে
পৃথিবীর হবে লয়!
মনের মাঝে মনের মানুষ
যদি হয় মনময়,
মনের মত সবটা হলে
মনুষ্যত্বের জয়।