চললো খেলা, চলছে খেলা,
চলবে কিছু কাল,
চতুর্দিকেই মৃত্যু মিছিল
এই তো দেশের হাল।
স্বজন হারার  কান্না শুধুই
শুনছি চতুর্দিকেই,
লাশের সারি জ্বলছে চিতা,
জীবন এখন শিঁকেই।
রাজার  আদেশ বন্দি দশা,
শূণ্য উনুন রান্না,
অভুক্ত পেটে মরণ শ্রেয়,
নারী, শিশুর কান্না।
ভ্যাক্সিন আজ অপর্যাপ্ত,
পরিকল্পিত আকাল,
অক্সিজেনের দুর্নীতি আর
এম্বুলেন্স নাকাল।
হাসপাতালে বেডের অভাব,
ঔষধ অকুলান,
মৃত স্বজনের মুখ দর্শনে
টেঁকেও পড়ছে টান!!
গঙ্গায় আজ স্বচ্ছ বুঝি
বইছে লাশের সারি,
চাপান উতর চলছে শুধু
বিশ্ব দেখন দারি।
লক্ষ লক্ষ বেকার দেশে
হা হতশায় ভুগছে,
দ্রব্য মূল্য লাগাম ছাড়া
মধ্যবিত্তেরাও ধুঁকছে।
ধনীর রাজা বুঝবে কবে
গরীবের এই জ্বালা,
জীবন নিয়েও দুর্নীতি আজ
চলছে ছেলে খেলা।