এখন শীত নিয়ে পদ্য লেখা
                   প্রতিযোগিতা চলছে,
আমিও একটা লিখব নকি
                  এই নিয়ে মন দুলছে।
লেপ কম্বলে হাত পা মুড়ে
                  কুপোকাত হয়ে আছি,
ভাবি কালকে লিখব পদ্য
                 যদি সকাল অব্দি বাঁচি।
সবাই বলে খুব শীতে মজা
                      নিত্য নতুন আহার,
চতুর্দিক কত পুষ্প শাখাই
                    রঙিন ফুলের বাহার।
চলছে কত মেলা পার্বণ
                     কত আনন্দ উৎসব,
আখের গুড় আর তালের গুড়
                  আর পিঠা-পুলির রব।
চড়ুই ভাতি ঝর্না ধারায়
                  কিম্ব সাগর কিনারায়,
ভ্রমণ পিপাসু শীতের কালেই
               দিক্‌বিদিক ভ্রমনে যায়।
আমি মনে ভাবি পদ্য লিখব
                    সকাল হলেই আজ,
বউ কয়, নটা বাজে শুয়ে আছো
               লাগে না একটুও লাজ।।


রচনা
০৭/০১/২০০১৮
নিজ গৃহ কুটির