ভাগ্য যখন সদয় হয়
দুখ সরে-যায় দূরে,
সুখ তখন ধেয়ে আসে
ঘরের চাল চিরে।
অভাব অনটনের ঘরেও
কার্ফু জারি হলে,
নিত্যদিনের অভ্যাস কি
দূর করা যায় ঠেলে?
দার্জিলিং চা জগৎ খ্যাত
বাঙালিও খ্যাত চায়ে
কার্ফুর দিনে মন মেজাজ
বিগড়ে চা না পেয়ে।
প্রতিবাদের নতুন ভাষায়
বাঙালি মুগ্ধ হলো,
সাংসদ মিমি, সৌরভ দাদা
আজ পাশে দাঁড়ালো।
চাল-আলু-নুন সাবান গেল
গেল আনাজ, দানা,
জীবন ভরের দায়িত্ব ও
ছেলের পড়াশুনা।
মৃদুল বাবুর ক্ষোভের প্রকাশ
ভাইরাল শহর গাঁ
"আমরা কি চা খাবো না?
খাবো না আমরা চা?"