নন্দ গোপাল মন্দ কপাল
বন্ধ ঘরের দ্বার,
দন্দ সহিত ছন্দ আটেন
সন্দ ছাপাবার।
গদ্য ব্যাথায় পদ্য লেখেন
সদ্য করেন শুরু,
লেবু চুষেও কাবু হন না
ফেবু হলেন গুরু।
তেষ্টা পেলেও চেষ্টা করেন
রেশটা যেন থাকে,
ভাব্য বিষয় লাভ্য আশয়
কাব্য নদীর বাঁকে।
কষ্ট করেও অষ্ট প্রহর
পোষ্ট করেন রোজ,
নব্য পাঠক দৈব্য যেমন
কাব্য করেন খোঁজ।
কন্দ খেয়েও খন্দে পড়েও
নন্দ আশায় রয়,
শব্দ খেলায় জব্দ সবাই
লব্ধ নোবেল জয়।