মুখে তুমিও কতো কি যে বলো
সবটা তো আর রয় না স্মৃতি,
চোখের ভাষা কতো কি জানায়
না বলা যত প্রণয় প্রীতি।
এতোই তুমি অবোধ কেন
চোখের ভাষার অজ্ঞানতা?
মুখ ফুটে তো যায় না বলা
হৃদয় মাঝের ব্যাকুলতা।
নয়ন যবে নিম্নে গোচর
ওষ্ঠে যবে হাসির রেখা,
প্রস্তাবনায় সায় দিয়েছি
নয়ন তোমার পায় নি দেখা।
অবুঝ তুমি বুঝলে নাকো
আমার লেখা চোখের ভাষা,
মুখে আমার হয়নি বলা
কর্ণে তোমার যা প্রত্যাশা।
সরে গেলে দূর সীমানায়
দিয়ে আমায় বিরহ ব্যথা,
আঁখির জলের মসি দিয়ে
লিখে দিলাম প্রণয় বার্তা।
কোরা কাগজ ভেবে জানি
ফেলবে ছুঁড়ে আস্তাকুঁড়ে,
নয়ন লিপি যদি বা বোঝো
আসবে ফিরে আমার তরে।