১.


এক দু প্যাগে হয় নাকি, নেশার জন্য এক ফুল চাই,
চসকা চর্বি চাখনার সাথে, আনন্দে মশগুল চাই।
ফুরফুরে এরূপ মেজাজ হলে,
সিগারেট নেই তো বিড়িও চলে,
বউ তখন মা হয়ে যায়, সঙ্গে এক বুলবুল চাই।


২.


কাব্য রসের মদিরা পানে নেশায় বুঁদ হলাম ভাই,
ছন্দ সুরের সুরার নেশায় আনন্দের গীত গাই।
নেশা আমার অলঙ্কারে,
সুরে সুরের ঝংকারে,
কাব্য প্রেমের অমৃত ধারায় অনন্ত সুধা সুখ পাই