১/
ভালর ভাল চার যুগ ভাল
মন্দর ভাল আগে,
মিথ্যা কথার জয়জয়কার
সত্য কঠিন লাগে।


২/
যার জন্য করি চুরি
সেই বলে চোর রে...
দেখ্‌ দেখ্‌ দেখ্‌ পালিয়ে যায়
ধর্‌ বেটাকে ধর রে...!


৩/
অভাবে স্বভাব নষ্ট
নষ্ট ভালবাসা,
শত অভাবেও বন্ধুর কাছে
করোনা কোন আশা।


৪/
অল্প শোকে কাতর হয়
অধিক শোকে পাথর,
কান্না গুলি বরফ হয়ে
জমে বুকের ভিতর।


৫/
আকাশের চাঁদ হাতে পাওয়া
সোনার পাথর বাটি,
পূর্ণিমাতেও চন্দ্রগ্রহণ
অসত্য নয় খাঁটি।


৬/
আগাছার বাড় বাড়ন্ত
বাড়ে দিন দিন,
সময়ে না ঝেড়ে ফেললে
বেড়ে যায় ঋণ।


৭/
হওয়া চাই আগে আগে
দর্শন ধারী,
পরে অবশ্যই যেন
তার গুন বিচারী।


৮/
আগে দেখ, পরে লও
শেষে দাও কড়ি,
মন মত হলে তবেই
নিয়ে যাও বাড়ি।


৯/
নুন আন্তে পান্তা ফুরায়
অভাবী সংসারে,
সে কি বুঝবে পেটের জ্বালা
যে থাকেনি অনাহারে।


১০/
আটে পিটে দড় তবে ঘোড়ার পিটে চড়,
নইলে বাছা ভেঙ্গে হবে হাড়গোড় সব জোড়ো।