গোধূলি বেলার মধুর সাঁঝে,
যখন বেলা যায় গো ডুবে,
দূর গাঁয়ে ঐ মাদল বাজে
গানে মেতে উঠে গাঁ মধুর রবে।


তখন তুমি থাকো দূর বিদেশে,
আমার থেকে অনেক দূরে,
সেথা গানের কলি যায় না ভেষে,
যে আমার ব্যথা জানাই তোরে।


লোক গীতির প্রেমের সুরে,
গায়ক যখন গানটা ধরে
সবার হৃদয় নাচায় ফিরে,
তখন আমি থাকি একটু দূরে।


ভালো আমার লাগে না যে,
বাউল গানের প্রেমের কলি
সবার পাশে প্রেমিক সাজে,
শুধু শূন্য থাকে আমার গলি।


যদি কভূ জ্বালো মোমের বাতি,
যদি কভূ থাকো একলা ঘরে,
যদি আমার গান কভু শুনো সাথী,
সেদিন ফিরে এসো যেন আমার তরে।