সবাই বলে রুখা মাটি
পাষাণময় যে ভূমি,
এথাও কি আর সোনা ফলে
লাল মাটির জমি!
কিন্তু আজ এই রুখা মাটি
সোনায় গেছে ছেয়ে,
কিকবক্সিং এ সোনা পেল
পুরুলিয়ারই মেয়ে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ পেলেও
রাজ্যস্তরে পেল সোনা,
জাতীয় স্তরে খেলার জন্যও
রইল না আর মানা।
আজ এ মেয়ে উঠে দাঁড়াল
যেমন পাহাড় গিরি,
সে তো আমাদের সোনার মেয়ে
পুরুলিয়ার চিরশ্রী।
রুখা মাটির মান রেখেছে
কুড়মি জাতির মান,
আর মেয়েরা প্রেরণা পাবে
চিরশ্রী'র অবদান।
বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায়
সোনার পদক পাবে,
আজকে তারে আশীষ জানায়
আমার কথা কাব্যে।