তুমি বলো শুধু ফাল্গুনে
আর এদিকে
মাটিরাও খুব সৃজনশীল হয়
এই শ্রাবণে!
প্রেমেরও কি বাঁধাধরা
সংবিধান থাকতে হয় না কি?


এই ঝিরিঝিরি বর্ষায় ভিজবো,
কিম্বা বারান্দায় দাঁড়িয়ে
দমকা হাওয়াই মেতে উঠবো,
উষ্ণ চায়ের পেয়ালাতে
যদি ওষ্ঠের পরশ দিই
তাতে ক্ষতি কি?
শুক্রাণুরাও আজ
হোক না বাঁধনহারা।
বাদলে বাদলে আলিঙ্গনের মতো
অঝোর ধারায় ঝরে যাক।
সিক্ত হউক প্রণয় ভূমি,
অঙ্কুরোদ্গমে তৃপ্ত হউক সৃষ্টিরা।