দিকে দিকে আজ হানাহানি আর অসহিষ্ণুতায় ভরা,
মানবতার জলাঞ্জলি দেশে রক্ত লোহিত ধারা।
গীতা কভূ দেয় নি বাণী মুসলিমেরে নাশো প্রাণ,
কোরাণে কোথাও নেই যে লেখা হিন্দুর নাও জান।
মন্দির আর মসজিদ নিয়ে টানাটানির খেলায় মাতো,
অশিক্ষা আর গরীবীর জ্বালায় মরছে শিশু শতশত।
দিকে দিকে আজ বেকার যুবক হাহুতাশায় কাটছে দিন,
শ্রমিক মরে ছাঁটায় হয়ে কৃষকের আজ বাড়ছে ঋণ।
একশ দিনের দুর্নীতিতে গ্রাম্য যুবক ভিন রাজ্যে পাড়ি,
সিন্ডিকেট আর দালাল রাজে রাজনীতিতে ছড়াছড়ি।
কে বলো ভাই মোদের রাজ্য ঋণের বোঝায় নুব্জ,
ধর্ম খাতে টাকা বরাদ্দ, মদের টাকায় চলবে রাজ্য!
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া টাকার পতন হচ্ছে রোজই,
সুউচ্চ আজ মুর্তি গড়ে উন্নয়নের ফুটছে বজি।
হায়রে আমার উন্নত দেশ হায়রে উন্নয়নের ধারা,
অন্ন জোগায় দেশের যারা তারাই অধিক সর্বহারা।