_____________________


বখতিয়ারের তরবারি নেই
নেই হায়দারী হুংকার
আছে তবু কিছু বীর সেনানী
কলমে তোলে জয়-ঝংকার।


তাহাদের পথে হাঁটি অবিরত
পাই যদি সত্যের দর্শন
অপার মহিমা খোদার আজো
হয়ে চলেছে বর্ষণ।


তারই কিছু অঙ্গে মাখি
কলমে তুলি সুর
মিথ্যারা সব পালাক ভয়ে
আঁধাররা হোক দূর।


বলে যেতে যাই সেই ইতিহাস
যা আজ ধুলায় ধূসর
আঁধার কেটে উঠে যেন আবার
রঙিন আলোর প্রহর।


জং ধরা এই সমাজটাকে
বদলাতে খুব চাই
ন্যায় বিচারে কাঠগড়া আছে
বিচার যেথা নাই।


সত্যের পথে কলম অভিযান
চালিয়ে যাব আমরণ
শেষ নিঃশ্বাস, নয় দীর্ঘশ্বাস
চাই একান্ত প্রভুর শরণ।