করোনা এলো কাল হয়ে আমার সংসারে
পরিবার প্রিয়জন বিহীন করেছে আমায়
       আক্রান্ত হবার ডর নেই মনে
   হাসি মুখে রোগীর সেবা দিয়ে যাই।


  কত লাশ কত কাফন দেখি প্রতি দিন
কত পরিবারের আহাজারি শুনি করোনা কারনে।
পনেরো দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়ী যে মোর ভয়
কোথাও যদি করোনা ভাইরাস শরীরে রয়।
হাসপাতালে স্বজন হারা কান্না চোখে ভাসে,
তখন আমার পরিবারের কথা খুব মনে পরে।।
  করোনা এলো কাল হয়ে আমার সংসারে।
পিতা হারিয়েছি, মাতা হারিয়েছি, স্বামী ভুগেছে রোগে
করোনা কালে জীবন যুদ্ধের ক্রান্তি লগ্নে আমিও নিরুপায় ভুক্তভোগী।

     সেবা আমার পরম ধর্ম পড়ি সাদা শাড়ি,
       কাফন আমার প্রিয় সঙ্গী মৃত্যু অবধি।
সন্তান ছাড়া, স্বামী ছাড়া, মা-বাবার স্নেহ ছাড়া
  ঈদের দিনে সেবা দেই যেতে পারিনা বাড়ি।


    তবু লোকের কত কথা, কত কানা-কানি
রাত-বিরেতে কিসের অফিস তুমি অবলা নারী।
আমি সেবিকা অগ্নি প্রদীপ হাতে নিয়ে করেছি শপথ
মানব সেবায় বিলিয়ে দিবো আমার বাকী জীবনের তরী।