পাহাড়টাকে বলতে পারো টিলা
মেঘ ছাড়িয়ে দূরের নভো নীলা
একটু একটু বাতাসে ভর করে  
খুঁজতে গিয়ে দূরের দেশান্তরে
ফেরার পথে সেই ঠিকানা নেই
এসব কথা বলতে এসে যেই
বুঝতে পেলাম আমার নামে যে
ঘর বেঁধেছে তার বারটা বেজে
গিয়েছে কে পেরেক ঠুকে দিতে
দেখতে এলাম রোদের আর্শীতে
ধরতে পারো আমি ছবির লোক
এসেছি সে মুছতে মায়ের শোক।।