এখনো এতটা আঁধার নামেনি, এখনো এতটা ঘোর
প্রতিবাদে বুক চিতিয়ে দাঁড়াতে, খুব প্রয়োজন তোর।
বাদামি চোখের লোলুপ দৃষ্টি বিদ্ধ হবার আগে,
মিছিলে স্বদেশ জাগাতে বিরাট তুই থাক দায়ভাগে।
অনিয়ম যতই নিয়ম দেখাক, বারুদে বিষ ঘেঁষে
প্রতিবাদে তুই একাই দাঁড়াবি নতুন বাংলাদেশে।
হয়তো বুঝিনি, স্বৈরাচারের শিকল করেছে বন্দী,
উন্নয়ন ঘোর খোয়াবের ভারে দারুণ দুরভিসন্ধি!
তুই বল, এই স্বাধীনতা মানে নাটকের বুলি কিনা?
প্রতিবাদে বুক চিতিয়ে দাঁড়ালে রুখবে কে ঘৃণা?
সাহস আসে না? বলে যারা রোজ দেয় দূরে পিঠটান,
সয়ে সয়ে শেষ তারাও গাইবে প্রতিবাদে জয়গান।
এখনো অনেক প্রয়োজন তোর মিছিলের পুরোভাগে,
সাহসী পুরুষ তকমা লাগে না, যদি সে মিছিল জাগে।
সারি ধরে টান, জারি ধরে টান, দিতে চায় সকলে,
সাহসী পুরুষ শ্লোগানে মুখর সময়ের কথা বলে।
এখনো দেখো নিরাশা জমেনি শ্রমিকের প্রাণমনে,
পতাকা জাগাতে শ্লোগান উঠুক সময়ের প্রয়োজনে।

ছন্দ: স্বরবৃত্ত দ্বিপদী ছন্দ ( প্রতি চরণে মাত্রা ১৬)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে