নদীই তার নাম
  ভুলে যাই যদি!
শেষে ভুলে নাম
ডাকি তারে নদী।


সেই থেকে নদী
তার নামে মেশে,
কী করে যে বলি
বড় ভালবেসে!


বারে বার এ ভুল
কিভাবে যে কতো!
আমি জানি আর
সে জানে ততো।


এই এতো লুকোচুরি
তবু এর মানে
না হয় কিছুই নেই
কোনো প্রতিদানে!


শেষমেশ রেশ থাকে
এই মহা কাব‍্য!
চুরি চুরি করে তবু
তারে নিয়ে ভাববো।