আমি যখন তোমার চাইতে একটু বড় ভাবি
খোকা খোকা বলে তুমি বাড়াও শুধু দাবি।
এই দেখোনা এত্তো বড়! হাত বাড়িয়ে মেপে!
সাথে সাথে আঁচলে মুখ রাখো চেপে চেপে।
বাইরে যাবার বায়নাগুলো পায়না কেন সায়?
সারাক্ষণেই বলবে তুমি বুকের মধ্যে আয়।
বুকের মধ্যে মায়া তোমার শান বাধানো বাড়ি,
রোজ ভুলে যাও কেমনে আমার এত্তোগুলো আড়ি?
আড়ি আড়ি মন মাখানো পাখির মতো মন,
লুকিয়ে তোমার আড়াল হতে পারবো কতক্ষণ?
জানো মাগো, এই অভিনয়, তোমার আদর পেতে
রোজ করি তাও না দেখা ভান করো যেতে যেতে।