শরতের একগাদা শাদা শাদা মেঘ
খোকার মুখে আঁকা মায়ের আবেগ।
কাশফুলে মেলা যেন ফুলে ফুলে হাসে,
চেয়ে চেয়ে দিন কাটে এই চারিপাশে।
জলে মেলা জালি বক মাছে মাছে মিল,
ছো মেরে উড়ে যায় বড় গাঙ চিল।
আকাশের রঙ যেন মেঘ মাখামাখি
ফুরফুরে দিনটার ছবি করে রাখি।
এই চরে ঐ চরে কত প্রাণ জাগে,
বলো এ ছবি তুমি দেখেছো কী আগে?
এইখানে খুঁজে খুঁজে ঐখানে যাও
সমতলে পাহাড়ের ছবিটি মিলাও
সবখানে সেই এক মানুষের বাস
হাসিখুশি থাকি এই দেশে বারমাস।