মুখ রাঙা ভয় চোখ রাঙিয়ে
কখন আড়াল থেকে
এমনি করেই দেয় থামিয়ে
ভয়ে জড়িয়ে রেখে

ভাবতে পারো এমন দেশে কে
ভাঙবে যে কারফিউ
দেয়ালে পিঠ এমন হবার বেলা
ভাল করে হিসাব তার নিও!