বানভাসি গো বানভাসি ভাই
কৃষক শ্রমিক পানচাষী ভাই
ভাসিয়ে নিলে বানের ঢেউ
খাবার নিয়ে আসবে কেউ।


খড়কুটো যায় পিঁপড়ে থাকে
কাঠবিড়ালীর ঘর কে রাখে!
শিয়াল বিড়াল কুকুর ছানা
তার খবরে সবাই কানা!


টিনের চালে বন্দী মানুষ
হইছে বড়ই নাদুস নুদুস!
কিন্তু বলো ঘুগরো পোকা!
ছোট্ট ঘাসের জীবন বোকা!


বানভাসি গো বানভাসি ভাই
কৃষক শ্রমিক পানচাষী ভাই
খবর নিও পাখির বাসা
বন‍্য প্রাণের ছোট্ট আশা।।