এই যে বেকার ছেলে,
বঞ্চনার এই জীবন নিয়ে
কিচ্ছু কী আর পেলে?


মিছেই আশায় এ বসতি
কষ্টে জীবন ছার!
স্বপ্ন শেষে ধুলায় লুটায়
রাষ্ট্র যে বাটপার!


বাণিজ্য যে তদবিরে!
মেধায় কী যায় আসে?
বলব কারে? রাষ্ট্র তোমার
জবাব চাই এজলাসে!