শুনে শুনে কান চোখ ঝালাপালা জ্বালা,
বেড়ে গেছে রাত দিন ওরে দূর শালা।
বিদ‍্যের সে বহরে পাশ দিতে ম‍্যাট্টিক,
ফেল মেরে ফি বছর বেড়ে চলে  গ‍্যাস্টিক।
এই দেখে পা বাড়ালে বহু দূর কলেজে,
সিটকে সে বলে কিছু আছে ওর নলেজে?
ভিত যদি মজবুত না হল তা গোড়াতে,
টনটন ব‍্যথা কম জ্বালা বেশি ফোঁড়াতে।
তার চেয়ে ঘষে ঘষে শান দেব বিদ‍্যায়,
অটো পাশ ভাল নয় পাবনায় গীত গায়!