স্কুল পালানো সে ত্বহা এক দুষ্টু
বিচারে রায় সে পায়না যে সুষ্ঠু।
সবখানে তার দোষ সারা বেলা নন্দ
কোনো কাজে হয়না তার আনন্দ।
আম,জাম পাড়তে ছুড়তেই ঢিল
এ নিয়ে মা রোজ পিঠে ঝাড়ে কিল।
এতো কিল খেয়ে তবু হয়না যে শিক্ষা
পেয়েছে সে এই নিয়ে বড় গুরুদীক্ষা।
গুরু বলে এই সব নয় মোটে কিচ্ছু?
দিনে দিনে হয়েছে সে মহা এক বিচ্ছু।
দুষ্টুমি করবেনা মাথা খাও দিব্যি
মাকে শেষে দেখাবে সে বড় এক জিব্বি!