স্বপ্ন ভঙ্গের শোকে ডালপালা মেলে থাকো বোধ
কষ্টটা পুঁতে পায়ে কারে দেবে এতো প্রতিশোধ?
এতো জমা কান্নারা গিয়েছে সে বহুদূর ছাড়িয়ে
কষ্টটা কবে থেকে আমার উঠানে আছে দাঁড়িয়ে।
মুখোমুখি সন্ধ্যায় রোজ এই নিয়ে কথা হয় যত
বেহুলার ভাঙা বুক শোকে শোকে হয় অবনত।
এইসব শুনে পরে তুমি এতটুকু পাও যদি শোক
কষ্টটা পুঁতেছি বলে তার শাস্তিটা আমারই হোক।
পাহাড়ের উপত্যকা শুনে রাখো এই শেষ বাণী
স্বপ্ন ভঙ্গের মোহ করেছে যে এতো অভিমানী।
প্রতিশোধ প্রতিদিন বয়ে আনে পুরাতন মায়া
পালাবি কই পাগলি? সবখানে তারই যে ছায়া।