শিশির যখন আকাশ ভাঙে বৃষ্টি ভেবে ভুলে
ভাবতে বসে গল্প শুনার সুযোগ রাখি তুলে।
দাদু বলেন বাবুরে এই হচ্ছে টা কী শুনি
আয়না দাদু বসে বসেই জলের গিট বুনি
মাকড়সার জাল করে ঢং ফোটায় ফোটায় জল
দাদুর গল্পে রাত্রি বাড়ে শিশির অবিরল।
গল্পে যখন যুদ্ধ জয়ের তরবারি ঝনঝন
গা ছমছম করে আমার অন্য রকম মন
যায় উড়ে যায় তেপান্তরে ঘুরে মেঘের বাড়ি
রূপকথা শুনতে মোটেও যায় না করা আড়ি।
দিব‍্যি বসে গল্প শুনি মুগ্ধ আমি এতো
দাদু বলে ঘুমো এখন বলব আর কতো?