তুমি রাখোনি হাত কাঁটায় গোলাপে
বুঝবে কী জ্বালা শুধু কথায় আলাপে?
আকাশ বিষন্ন দেখো কত গাঢ় নীল
বুঝবে কী তাই দেখে রঙধনু চিল!
বৃষ্টির যত ফাঁকি সাত রঙা মেঘে,
তোমার শৈশব কাঁদে সেই আবেগে।
নতুন চুড়ির ধ্বনি ফিরে চাওয়া চোখ
ভুলতে কী দেয় মন যত শূন্য হোক?
চিত্রা নদীর নাও, ষাঁড়ের লড়াই
এপাড়ে তোমাদের কোনো চিহ্ন নাই!
এখনি আসো যদি দেখবে শহর,
খুঁজে কী পাবে আর সেই গ্রামে ঘর?
টগবগ ফুটছেই জীবনের এ আশা
জ্বলতে জ্বলতে শেষ যত ভালোবাসা।