যখন দেখেছি তাকে চৌহদ্দী ত্রিশুল
পাশ ফিরে মনে হয় অন্য বুনোফুল
কপোতাক্ষের ক্ষ‍্যাপাঢেউ,ঝাপার তিড়িং
খুব রাগে তেড়ে আসা মহিষের শিং!


যখন দেখেছি তাকে সমুদ্র স্নানে
অন্যপাশে টগবগে ডেকচি উনানে
কাঠের কয়লা সম, কামার হাতুড়ি
গাঁয়ের মুরুব্বি দিব্বি ডেকে যায় ছুড়ি!


ভয়ের ভ্রুকুচি ভুলে দৃষ্টি যেন যম
হাতেই পিষ্টে ঝরে বনের কদম,
যখন দেখেছি তাকে জমে রপ্ত ভুল
তাকে তবু মনে হয় অন্য বুনোফুল!