এই বোশেখের রৌদ্র কড়া
ক্ষেত মজুরের চক্ষু বড়া
খুঁজছে মেঘে বৃষ্টি কনা
হচ্ছে না কেন বনিবনা?


ভুলছে পাখি রৌদ্রে উড়া
হাতপাতাদের কপাল পুড়া
এই  মরাতে করোনা ঘা
জীবন বুঝি আর বাঁচে না!


ভাবছি যখন এসব নিয়ে
যাচ্ছে হিসাব সব মিলিয়ে
একটু পেতাম সুখ কড়া
থাকলে হাতে বাংলা ছড়া।