কাব‍্যের দোর গোড়া
সোনা দিয়ে বাঁধা
জীবনের এই ভাষা
লাগে বড় ধাঁধা!
শিকলে দোলা দেয় অন্য ভাষায়
চুপিচুপি থাকে মন কীযে আশায়।


যা-ই দেখি যা ভাবি
সাধনারই ধন
অবশেষে হয়ে গেছি
সাধক একজন।
সাধনার ভাষা দিয়ে যা কিছু লেখি
তোমার মুখ আঁকা হয়ে গেছে একি!