গোপনে ভাব হয় পিওন আর বস যে
আপিসের ভাগ‍্যে আছে কত ধস যে।
অন‍্যায় বন‍্যায় ডুবে যায় পাবলিকে
এইসব আইনের কথা লিখে লিখে।
পাস হয় অর্থের মাস যায় বছরের
খাটুনির ফল যে ঘাম ঝরে গতরের।
এই হবে সেই হবে চোখ তার চিহ্ন
মুছে ফেলে বলে এ জাত কত ভিন্ন।
জাত যায় পাত যায় থাকেনাতো সম্বল
লুটেপুটে খেয়ে শেষ পেটে বড় অম্বল
খাইখাই বেড়ে দেশ ছেড়ে বেশ কানাডায়
ঘরবাঁধা ছবি দেখি পেপারের পাতাটায়।