মিছিলের সন্ধানে যে থাকে লটকে
কি হবে আটকে? যে কাজে সটকে
ফটকে তার দেখা, এক্কেরে গরদে
দু'মুখো সাপ পুষে কে কাঁদে দরদে?

মিছিলের শব্দে যার মুখ ফ‍্যাকাশে
ভুংভাং যত হোক অতি বড় একাশে
শৃঙ্খল ভাঙা দায় জনতায় ভাবছে
গোপনে এই শুনে মহারানি কাঁপছে

কাঁপাকাপি দৃশ্য মুখে যত লুকিয়ে
জনতা শেষ জয় পেতে আছে মুখিয়ে
মিছিলের নগরী প্লা কার্ডে আঁকা
দিল্লি না ঢাকা?  ঢাকা, ঢাকা, ঢাকা।