পাথর; যে তোমার
দৃষ্টিতে উন্নত,
কত নিচে আছি
তুমি জানো যত!

আকাশ; যে তোমার
দৃষ্টিতে সীমাহীন,
কত আদিগন্ত
এ ক্ষুদ্রে বিলীন!

নারী; যে তুমি
বদলানো চুম্বক,
কত সয়ে গেছি!
জানে কোন লোক!