স্বপ্নের অহমে যে জীবন
চেতনায় আসে কোন কালে?
প্রেম যদি বিকায় পয়সায়
ভাজ পড়ে তার কপালে!


দুচোখের ভাষা বোঝে নারে
ফল তার পড়ে বাউলে,
জীবনের গতি পথটারে
চোরাপথে টানে যত ভুলে!


সংসার বিরাগী সে মন
আসলে ফল যে অন্য,
ধোপে টেকেনি কোনো চাল!
তাই সেজেছে কী বন‍্য!