রক্তে জমিন রঞ্জিত হবে কারো বিশ্বাস হবে না
কাল নাগিনীর চাইতে নাগিন তাকে কিছু কবে না?
ভয়ে মুখখোলা দুঃসাহসের নায়কেরা যত বন্দী
মামলাবাজের মগজে এখনো ফাঁকা ফাঁকা শত ফন্দি।
মিডিয়ার মুখ জমাতে যারা কেঁদে কেটে হয়রান
চিনেছো তাদের? চিনেরাখো, এ নররূপী শয়তান!
আমরা যতই বলছি তানোরে বিপদসংকুল ঢাকা
মঞ্চে মঞ্চে টিকটিকি চেলা আওড়ায় বুলি ফাঁকা!


ঐ দেখ ঐ এলোরে এখনই জনতায় উল্লাসে,
পালাবে কোথায়? পথ নেই বাছা, কে ঐ আসে?
দুঃসাহসেরা কত দেরি আর? দেখো কত মজলুম
বাঁচাও,বাঁচাও চিৎকারে চোখে কখনো আসেনা ঘুম।
আর একবার দুঃসাহসি জেগে ওঠো ওসমান
জনপদ কাঁদে, অগ্নি গোলকে,ছুড়ে ফেলো শয়তান।
নিকষ আঁধার? ভয় পেয়ো নাকো, পেয়ো নাকো ভয়
জনতার জয় নিভয়ে আনো অবাক সুনিশ্চয়।