গরমের ছুটি মানে ছোটাছুটি টানে
মৌ মৌ আম, জাম মেতে যায় ঘ্রাণে
ভরে যায় বর্ষাতে আষাঢ় শ্রাবণ
মাঠ জুড়ে কৃষকের পড়ে থাকে মন।

বকুলের ঘ্রাণ পেয়ে ভেঙে গেলে ঘুম,
জেনে রেখো শরতের এলো যে মৌসুম!
সোনালী ধানের ক্ষেতে যদি বাজে শিষ
জেনে রেখো হেমন্তের পেয়েছে আশিস।

খেজুরের গুড় ঘ্রাণে যদি শীত আনে
পিঠাপুলি দূতিয়ালি করে যায় প্রাণে!
কচি পাতা ফুল পাখি যদি দেখি পাশে
ঝকঝকে নীলাকাশে ঋতুরাজ আসে!

এই দেশ জুড়ে নদী, কত রূপ তার
প্রতি পদে জনপদে কতো রঙের বাহার!
উদার জমিন ঘুরে পাহাড়ে সমতলে
দালাল খেদাও খুঁজে, ইতিহাস বলে।

ছন্দ : স্বরবৃত্ত (৪+৪+৪=১২ মাত্রা প্রতি চরণে)

কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে