বকুলের ঘ্রাণ পেয়ে
যদি ভাঙে ঘুম
জেনে রেখো শরতের
এলো যে মৌসুম!


সোনালী ধানের ক্ষেতে
যদি বাজে শিষ
জেনে রেখো হেমন্তের
পেয়েছে আশিস।


খেজুরের গুড় ঘ্রাণে
যদি শীত আনে
পিঠাপুলি দূতিয়ালি
করে যায় প্রাণে!



কচি পাতা ফুল পাখি
যদি দেখি পাশে
ঝকঝকে নীলাকাশে
ঋতুরাজ আসে!


এই দেশ আমাদের
কত রূপ তার
প্রতি পদে জনপদে
রঙের বাহার!


টেকনাফ তেতুলিয়া
যেখানে বেড়াও
ইতিহাস বলে কথা
দালাল খেদাও!