কল্পনা তুমি এসো যাই চলে শৈশবে
অত শত উন্নতি, চিন্তার কী হবে?
কী হবে গোঁফটার
সরি অল আফটার
স্কুল, পড়া ফাঁকি যদি না থাকে তবে?

কী হবে আম চুরি
নালিশ এলে ভুরিভুরি
ছোট কাকু এক্ষণে অভিনয় করবে কবে?

এই হেড়ে গলাটা
মোটা ফ্রেমে চলাটা
বাবু বাবু লাগবে কী সাতারের বেলা যবে?

ভেঙে কাঁচ আমতা
ভুলে গেলে নামতা
সপাসপ পড়বে কী? পিঠে মার শ' হবে?






















কী হবে রাসভারী এই হেড়ে গলাটা
চশমার মোটা ফ্রেমে লাঠি ভারে চলাটা
কাত হলে লাগে টান হাটু ভাজ করা দায়
কী হবে ভুঁড়িটার যদি ঠাস ফেটে যায়?