সারাবছর থাকুক ঈদের রাত
--মুনীর আল মুসান্না


বাজলো আজি খুশির সানাই সুর,
কাছে, ঘরে  কিংবা  অনেক দূর।
কোনো কিছুই নয়তো দূরে নয়
সবকিছু আজ আপন মনে হয়।


নতুন করে সকল ঘরে সাজ
পরিপাটি ভোরের কারুকাজ।
আজকে শুধু বিভেদ ভোলার দিন
আনন্দে আজ বাজবে মিলন বীণ।


ধনীর দুলাল গরীব দুঃখী সব---
সবাইকে আজ এক করে দেন রব
ঈদের সময় ভালোই কাটে দিন
ক'দিন যেতেই বাড়বে দুখের ঋণ।


ঈদের সময়  সালাম শত শত,
ক'দিন বাদেই হিংসা অবিরত।
প্রভুর কাছে করছি মোনাজাত
সারাবছর থাকুক ঈদের রাত।