এক নদী জীবনতো মোহনার মতো
কত বাঁকা স্রোত ধারা সমান্তরাল
প্রতিদিনই রটে দেখা অদেখা যত
কতটুকু লিখে তার রাখে মহাকাল?


কাক প্রজন্ম ধরা পড়ে যাবে কিনা
লুকিয়ে দুচোখ আড়ালে লেনদেন
পুষে পুষে জীবনের ক্ষোভ ও ঘৃণা
অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেন!


বঙ্গ জননী তার গায়ে লাগে দাগ
পাতানো মিছিলে স্বপ্নের আয়োজন
তলিয়ে দেখেনি কেউ এই অনুরাগ
নতুন হত‍্যায় জড়িওনা ভাইবোন।