বৃষ্টি ছুঁয়ে যায় যেন
এক মুঠো রোদ
তুমি নেই শূন্যতা
দেয় প্রতিশোধ।

এই মেঘে তুমি নেই
বৃষ্টিতে ছুটি
গুড়ুম গুড়ুম তারা
হেসে কুটিকুটি!

লুকোচুরি রামধনু
লুকিয়ে যে মেঘ
তুমি আমি সব থাকে
শূন্য  আবেগ!

তবু আমি মেঘ হবো
ফের আষাঢ়ে
তুমি যত শ্বাস ফেলো
আমার এ ঘাড়ে।