ঠিক শূন্য থেকে গুনতে থাকো
ষাটে গিয়ে থামো,
একশো করার ইচ্ছা বুকে
আসবে নিয়ে ব্যামো!
নিজের বেলাতে সবই চাই?
কিন্তু বলো কেনোরে ভাই?
অল্প পেয়ে তুষ্ট হৃদয়
তার মতো কে ধন্য?
আর যারা সব পরের দেখে
হিংসা দেখায় বন্য?
বন্য জীবন অন্য জীবন
স্বপ্ন আমার তুষ্ট জীবন।
31/12/2020
ছন্দ : মাত্রাবৃত্ত (মাত্রা ৮+৬+৮+৬+৮+৮ এবং
৮+৬+৮+৬+৮+৮ মাত্রার অন্ত্যমিল)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে